Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন জরুরি: কাতারের আমির

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সিরিয়ায় জরুরি ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বৃহস্পতিবার সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। কাতারের একটি আদালত এ তথ্য নিশ্চিত করেছে। এএফপির খবরে এ কথা জানানো হয়েছে।


কাতারের আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, দামেস্ক সফরকালে

কাতারের আমির সিরিয়ার স্থিতিশীলতা বজায় রাখা এবং পুনর্গঠন, উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে সকল দল ও মতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর জোর দিয়েছেন।


এর আগে সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো (কার্যত) সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি জানান, আহমেদ আল-শারাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিরিয়ার সংবিধান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি একটি অস্থায়ী আইন পরিষদের দায়িত্বে থাকবেন। তবে তিনি কতদিন প্রেসিডেন্ট পদে থাকবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।


এছাড়া, আবদেল ঘানি দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সব সামরিক গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক শাসনামলের সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টিও ভেঙে দেওয়া হয়েছে।

১৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন