দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ডিসেম্বর মাসে ১০৬ কোটি ৯২ লাখ ৫৯ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ২ লাখ ৮২ হাজার ৭০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৭ কেজি ০৬৩ গ্রাম স্বর্ণ, ১৭ কেজি ৩০০ গ্রাম রূপা, ১ লাখ ৭৮ হাজার ৭০৩টি কসমেটিক্স সামগ্রী, ৬,৫৩৮টি ইমিটেশন গহনা, ১২,৯৮৭টি শাড়ী, ৩,০৫৫টি থ্রিপিস/শার্টপিস/ চাদর/ কম্বল, ২,৩৫৯টি তৈরি পোশাক, ২,৩৪০ ঘনফুট কাঠ, ৫,০৫৩ কেজি চা পাতা, ১,১৬,৪১০ কেজি কয়লা, ৬,০১০ ঘনফুট পাথর, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৯৮ কেজি কচ্ছপের হাড়, ৪১৯ কেজি কারেন্ট জাল, ১,৩১৩ কেজি কীটনাশক, ৮টি ট্রাক, ৯টি পিকআপ, ২৪টি সিএনজি/ইজিবাইক এবং ৫৫টি মোটরসাইকেল।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, সীমান্তে বিজিবির অভিযানে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৫ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৮ জনকে ও ৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫