গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সফিপুর মডার্ন পাবলিক স্কুলের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ এপ্রিল) সরেজমিন থেকে এ তথ্য পাওয়া যায়। ফরম ফিলাপ, কেন্দ্র ফি, যাতায়াত খরচ ও কোচিং ক্লাসের কথা বলে ১১ হাজার ৫০০টাকা করে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়
পরীক্ষার্থী সাজ্জাদ হোসেন শুভ জানান, প্রবেশপত্র দেওয়ার সময় বিদ্যালয়ের চেয়ারম্যান আসমা বেগম ফরম ফিলাপ, কেন্দ্র ফি, যাতায়াত খরচ ও কোচিং ক্লাসের কথা বলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১১ হাজার ৫০০ টাকা করে নিয়েছেন। আমি ৯ হাজার ৫০০ টাকা দিয়েছি। দুই হাজার টাকা দিতে না পারায় আমাকে প্রবেশ পত্র দিচ্ছে না।
বিদ্যালয়টির চেয়ারম্যান আসমা বেগমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তার দলবল নিয়ে সাংবাদিকদের ওপর আক্রমণ করতে এগিয়ে আসে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকরা তাকে শান্ত করানোর চেষ্টা করলে, তিনি উত্তেজিত হয়ে পরীক্ষার্থীদের প্রবেশপত্র না দিয়ে উল্টো ছিঁড়ে ফেলার হুমকি দেন। পরে স্থানীয়রা জড়ো হলে ওই বিদ্যালয়টির চেয়ারম্যান আসমা বেগম তাদের প্রবেশপত্রগুলো ফিরিয়ে দিয়ে সাংবাদিক ও অভিভাবকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, খোঁজ নিয়ে বিষয়টি দেখা হচ্ছে। যদি এ ধরণের অভিযোগ প্রমাণিত হয়। তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫