Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২ লক্ষাধিক ভারতীয় আতশবাজীসহ ২ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লার লাকসাম উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ২ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১২ মার্চ রাতে উপজেলার মুদাফরগঞ্জ এলাকা থেকে ২ লক্ষ ৩১ হাজার ভারতীয় আতশবাজীসহ তাদেরকে আটক করা হয়। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, লাকসামের কোন্ডা (উত্তরপাড়া) গ্রামের মৃত মোস্তফার ছেলে মোঃ শফিক (৩২) এবং মনোহরগঞ্জ

উপজেলার জলিপুর (মাইজপাড়া) গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত ইজিবাইক ব্যবহার করে পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।



৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন