Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ঘানার ফুটবলারকে

স্পোর্টস ডেস্ক:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ইতিহাসের ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী দেশ সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। ৭.৮ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে নিখোঁজ হয়েছিলেন ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর। তবে আতসুর স্বজনদের জন্য খুশির খবর হচ্ছে তার খোঁজ মিলেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে আতসুর এখন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছেন।

পর্তুগিজ স্পোর্টস সাইট

এ বোলা’র বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় ৩১ বছর বয়সী ঘানার এই ফুটবলার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করে। তার শ্বাস নিতে সমস্যা এবং ডান পায়ে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এর আগে আতসুর সাবেক ক্লাব নিউক্যাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে আতসুর নিখোঁজ হওয়ার বিষয়টি জানায়। এরপর থেকেই তাকে উদ্ধার করতে তৎপর হয় উদ্ধারকর্মীরা।

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন