Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

ডেস্ক রিপোর্টঃ
১১ দিন আগে শনিবার, মে ১০, ২০২৫
# ফাইল ফটো
ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। তিনি সদ্য সাবেক হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

ঢাকায় নতুন দায়িত্ব প্রসঙ্গে সারাহ বলেন, ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। আমি দীর্ঘ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দুদেশের মধ্যকার ব্যাপক সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ হয়ে আছি।

এর আগে সারাহ যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান ছিলেন। ২০২০ সাল থেকে তিনি সেখানে কাজ করছেন।

সারাহ কুক তানজানিয়ার দারুস সালামে ব্রিটিশ হাইকমিশনার ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের প্রধান (ডিএফআইডি) এবং গ্রোথ অ্যান্ড রেজিলিয়েন্স ডিপার্টমেন্টে নেতৃত্ব দিয়েছেন।

এছাড়া তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ, যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রণালয়, গায়ানা, সলোমন দ্বীপপুঞ্জে কাজ করেছেন।

১১ দিন আগে শনিবার, মে ১০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন