Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিপিডি: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে। ভবিষ্যতে দেশের এবং সাধারণ মানুষের কল্যাণে আরও সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। রোববার (১ ডিসেম্বর) সিপিডির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।


গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক

সমাজ গঠনে গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরে ড. ইউনূস বলেন, "সাম্প্রতিক ছাত্র আন্দোলনে সিপিডির তথ্য-ভিত্তিক গবেষণার কার্যকর ভূমিকা ছিল। জুলাই বিপ্লবেও তাদের গবেষণা সহায়ক হয়েছে।"


তিনি আরও বলেন, "সিপিডি ৩০ বছর পূর্ণ করায় আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি হিসেবে সিপিডির সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার শিক্ষক ও সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানকে। দীর্ঘ এই যাত্রায় সিপিডি দেশের ভেতরে এবং বাইরে একটি বিশ্বস্ত থিঙ্কট্যাঙ্ক হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে।"


সিপিডির কাজের প্রশংসা করে তিনি বলেন, "দারিদ্র্য দূরীকরণ ও সাধারণ মানুষের অবস্থার উন্নয়নে সিপিডি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঐক্য ও সংগ্রামের প্রয়োজনীয়তা উপলব্ধি করে নিয়মিত নীতি সংলাপের আয়োজন করেছে। এর অনেকগুলোতে আমি নিজেও অংশ নিয়েছি।"


ড. ইউনূস বলেন, "গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। সাম্প্রতিক ছাত্র অভ্যুত্থানের প্রেক্ষাপটে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। সিপিডির নির্ভীক মনোভাব দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়াকে সমৃদ্ধ করেছে।"

১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন