Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি রেজাউল করিম মল্লিক

ডেস্ক রিপোর্ট:
১৪ ঘন্টা আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
# ফাইল ফটো



ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক। বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান ডিআইজি এ কে এম আওলাদ

হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন রেজাউল মল্লিক। অন্যদিকে, আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে বদলি করা হয়েছে।


রেজাউল করিম মল্লিক এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৩ মার্চ তাকে কোনো স্পষ্ট কারণ ছাড়াই গোয়েন্দা শাখার প্রধান (ডিবি) এর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘদিন তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত অবস্থায় রাখা হয়।


১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত বছর ১ সেপ্টেম্বর তিনি ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে কাজ করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কিছুকাল কম গুরুত্বপূর্ণ পদে বদলি হয়েছিলেন।

১৪ ঘন্টা আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন