প্রতি বছর বলিউড তারকাদের জনপ্রিয়তার উপর ভিত্তি করে একটি তালিকা প্রকাশ করে আইএমডিবি। ২০২৪ সালের তালিকায় বড় বড় তারকাদের ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান এবং আলিয়া ভাটের মতো বলিউডের বড় তারকাদের পেছনে ফেলে তৃপ্তি এই অবস্থান অর্জন করেছেন।
আইএমডিবির প্রকাশিত তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী দীপিকা
পাড়ুকোন, তৃতীয় স্থানে রয়েছেন ঈশান খট্টর, এবং চতুর্থ স্থানে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএমডিবির এই তালিকা তৈরি করা হয়েছে বিশ্বজুড়ে ২৫০ মিলিয়নেরও বেশি মাসিক ভিজিটরের প্রকৃত পেজ ভিউয়ের ভিত্তিতে। ২০২৪ সালে তৃপ্তি দিমরি অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল ‘অ্যানিমেল’, যেখানে তার অভিনয় ভাইরাল হয়ে যায়। এ ছাড়া, ‘ব্যাড নিউজ’, ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’, এবং ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতেও তিনি অভিনয় করেছেন।
তৃপ্তি দিমরির এই সাফল্য তাকে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের কাতারে নিয়ে এসেছে। বলিউডের বাইরে গিয়েও তার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫