Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিনোদন

ফিরলেন পূর্ণিমা

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে শুক্রবার, মে ২, ২০২৫
# ফাইল ফটো




ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বর্তমানে অভিনয় জগতে তেমন সক্রিয় না থাকলেও রিয়েলিটি শো’র মাধ্যমে পর্দায় ফিরেছেন। মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত রান্নাবিষয়ক প্রতিযোগিতা 'সেরা রাঁধুনী'তে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।


কয়েক মাস আগে শুরু হওয়া এই আয়োজনে পূর্ণিমা যোগ দিয়েছেন স্টুডিও রাউন্ড থেকে। দেশের শীর্ষস্থানীয় রাঁধুনিদের

মধ্যে প্রতিযোগিতার এই আসরে তিনি বিচারকের ভূমিকায় নিজের অভিজ্ঞতা ও রুচিবোধের ছাপ রাখছেন।


এ বিষয়ে পূর্ণিমা বলেন, "বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছি আগেও, কিন্তু রান্নার প্রতিযোগিতায় এই প্রথম। প্রতিযোগীদের দক্ষতা দেখে আমি মুগ্ধ। আশা করি, এখান থেকে নতুন প্রতিভাবান শেফদের আবির্ভাব হবে।"


যদিও বর্তমানে পূর্ণিমা নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন না, তবুও বিনোদন জগতে তার উপস্থিতি লক্ষণীয়। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন, পাশাপাশি কিছু ওয়েব কনটেন্টেও কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি অত্যন্ত সক্রিয়, যেখানে তার অসংখ্য ভক্ত তাকে নিয়মিত সাপোর্ট করেন।


পূর্ণিমার চলচ্চিত্র ক্যারিয়ারের উল্লেখযোগ্য মাইলফলক ছিল ২০০৩ সালের 'মনের মাঝে তুমি' এবং ২০০৬ সালের 'হৃদয়ের কথা'। এই দুটি ছবিতে তার অভিনয় তাকে ঢাকাই সিনেমার অন্যতম প্রধান অভিনেত্রীতে পরিণত করে। তিনি রিয়াজ, শাকিব খান, মান্নার মতো নায়কদের সঙ্গে কাজ করেছেন এবং দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।


বর্তমানে তার অভিনীত দুটি নির্মাণাধীন চলচ্চিত্র রয়েছে— 'গাঙচিল' ও 'জ্যাম'। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এই চলচ্চিত্র দুটি ২০১৮ সালে শুটিং শুরু হলেও বিভিন্ন কারণে সম্পূর্ণ হয়নি। এগুলো কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

৬ দিন আগে শুক্রবার, মে ২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন