Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

ওর সঙ্গে ডিভোর্স হয়নি: অভিনেত্রী শ্রীলেখা

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র মানেই স্পষ্টভাষী ও অকপট ব্যক্তিত্ব। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ভক্তদের মধ্যে কৌতূহল বিরাজ করে। এক দশক আগে স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে আইনি বিচ্ছেদ ঘটলেও তাদের বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক আজও অটুট।


সম্প্রতি শ্রীলেখা মিত্র ফেসবুকে তার সাবেক স্বামীর ফুফুর সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "আমার

ফুফুশাশুড়ি। না, উনি আমার এক্স নন, ওনার সঙ্গে ডিভোর্সও হয়নি।" শ্রীলেখার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে।


শ্রীলেখা বরাবরই বলে এসেছেন যে, বিচ্ছেদের পরও শিলাদিত্য এবং তার পরিবারের সঙ্গে তার সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। ২০২২ সালে শিলাদিত্যের ভাইয়ের বিয়েতেও বৌদির দায়িত্ব পালন করেছিলেন তিনি।


শ্রীলেখা ও শিলাদিত্যের একমাত্র মেয়ে মাইয়্যা (ঐশী) সান্যাল সম্প্রতি ১৯ বছরে পা দিয়েছেন। মেয়ের সঙ্গে তোলা ছবিতেও শ্রীলেখার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফুটে ওঠে।


২০০৪ সালে পেশায় সিনেমাটোগ্রাফার শিলাদিত্য সান্যালের সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন শ্রীলেখা। তবে পারস্পরিক বোঝাপড়ার অভাবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। শ্রীলেখা নিজে স্বীকার করেছেন যে তাদের বিবাহবিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় ব্যক্তি বা পরকীয়ার ভূমিকা ছিল না।


শ্রীলেখা মিত্র এবং শিলাদিত্য সান্যাল তাদের সম্পর্কের এই নতুন দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছেন, বিচ্ছেদ মানেই সব সম্পর্কের সমাপ্তি নয়। বলিউডে যেমন আরবাজ-মালাইকা বা হৃতিক-সুজানের মতো উদাহরণ আছে, তেমনই টালিউডেও শ্রীলেখা-শিলাদিত্যের বন্ধুত্ব সবার জন্য একটি অনুপ্রেরণা।

২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন