বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি কন্যাসন্তানের মা হয়েছেন। ২০১১ সালে তিনি ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ-ইন সম্পর্ক শুরু করেন। পরের বছর জানা যায়, তারা আইনিভাবে বিয়ে করেছেন। বিয়ের ১২ বছর পর রাধিকা অন্তঃসত্ত্বা হন। তবে মা হওয়ার অভিজ্ঞতাকে তিনি ‘বোকামি’ বলে উল্লেখ করেছেন।
রাধিকা জানান, মা হওয়ার বিষয়ে তিনি বা তার স্বামী কোনো পরিকল্পনা
করেননি। তার কথায়, “আমার মা হওয়াটা আসলে একপ্রকার বোকামি। এটা ছিল এক ধরনের উৎসাহ বা উত্তেজনার মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত। এমনকি সিদ্ধান্ত নেওয়ার পরেও আমরা দোটানায় ছিলাম, আদৌ এই সিদ্ধান্তে অটল থাকতে পারব কি না।”অন্তঃসত্ত্বা হওয়ার পর জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে স্বীকার করেন রাধিকা। তিনি বলেন, “অন্তঃসত্ত্বা হওয়ার পরে শরীরে কী পরিবর্তন হয়, তা নিয়ে আমি কখনোই ভাবিনি বা জানার চেষ্টা করিনি। এই অভিজ্ঞতা যে কতটা কঠিন ও কষ্টকর, তা কেউ বলে না। কিছু মানুষের হয়তো সমস্যা কম হয়, তবে সন্তান ধারণ করা খুব কঠিন এবং শরীরে মারাত্মক পরিবর্তন নিয়ে আসে।”
বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ রাধিকার অভিনীত চলচ্চিত্র ‘সিস্টার মিডনাইট’ প্রদর্শিত হয়। সেখানে অন্তঃসত্ত্বা রাধিকার উপস্থিতি সবাইকে চমকে দেয়, কারণ তার মা হতে যাওয়ার খবর এতদিন গোপন ছিল। অনুষ্ঠান মঞ্চে তোলা ছবি তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫