ক্রীড়াবিদদের নিয়ে নানা সময় বিভিন্ন গুঞ্জন ওঠে, যা কখনো সত্যি প্রমাণিত হয়, আবার কখনো সেগুলো অতিরঞ্জিত কাল্পনিক হয়ে থাকে। এরকম নানা গুজবের মুখোমুখি হতে হয় বেশিরভাগ ফুটবলারকেই। আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকেও গত কয়েক মাস ধরে এমনই একটি গুজবের মুখে পড়তে হয়েছিল। তবে বিষয়টি মাঠের পারফরম্যান্স নয়, বরং মাঠের বাইরের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে।
গুঞ্জন ছিল, স্ত্রী
ও তিন সন্তান থাকা সত্ত্বেও মেসির সঙ্গে আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক সোফি মার্টিনেজের প্রেমের সম্পর্ক রয়েছে। এই নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে আলোচনা চলছিল বেশ জোরেশোরে। যদিও মেসি কিংবা তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।অবশেষে নীরবতা ভেঙে এই গুঞ্জনের জবাব দিয়েছেন সোফি মার্টিনেজ। তিনি এই গুজবকে পুরোপুরি ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন।
সোফি মার্টিনেজ আর্জেন্টিনার একজন খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক। তিনি ইএসপিএন এবং আর্জেন্টিনার টিভি পাবলিকার জন্য কাজ করেন। আর্জেন্টিনার সেরা ক্রীড়াবিদদের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার নেওয়ার জন্য তিনি পরিচিত। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিজয়ের পর তার জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
বিশ্বকাপ জয়ের মুহূর্তে মেসির সঙ্গে আবেগঘন একটি সাক্ষাৎকার নিয়েছিলেন সোফি, যা দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই সাক্ষাৎকারের পরই তাদের মধ্যকার পেশাদার সম্পর্ককে রোমান্টিক সম্পর্ক বলে ভিত্তিহীন গুজব ছড়ানো হয়।
মেসি দীর্ঘদিন ধরে তার শৈশবের প্রেমিকা আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে বিবাহিত। তাদের দাম্পত্য জীবনে তিনটি সন্তান রয়েছে।
সোফি সম্প্রতি আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল টেলিফে-তে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, “যখন কারও পরিচিতি বাড়ে, তখন তার সঙ্গে কিছু নেতিবাচক দিকও আসে। অনেক সময় এসবের মুখোমুখি হতে হয় পরিবারের সদস্যদেরও। গেল বছর থেকে মানুষ এই গুজব নিয়ে কথা বলতে শুরু করল। কেউ কেউ মজা করে বলছিল, ‘মেসি তোমার দিকে যেভাবে তাকায়, তা অন্যরকম কিছু কি?’ এসব শুনতে শুনতে আমি খুব বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। এ বিষয়টি সবাইকে পরিষ্কার করতে করতে আমি ক্লান্ত।”
একপর্যায়ে তিনি আরও বলেন, “আমি মনে করি, আমি নারী বলেই এমন গুজব ছড়িয়েছে। যদি অনুষ্ঠানটির উপস্থাপক অ্যান্ডি কুসনেটজফ মেসির দিকে একইভাবে তাকাতেন, তবে এই ধরনের গুজব ছড়াত না। কারণ তিনি একজন পুরুষ।”
সোফি তার সাক্ষাৎকারে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরও প্রশংসা করেন। তিনি বলেন, “বিশ্বজুড়ে একজন তারকার স্ত্রী হিসেবে আন্তোনেলা যেভাবে সবকিছু সামলান, তা সত্যিই প্রশংসনীয়।”
অনেকে বলেছিলেন, মেসির সঙ্গে কাজের সম্পর্ক নিয়ে আন্তোনেলা নাকি ঈর্ষান্বিত ছিলেন। কিন্তু সোফি তা একদমই ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমি জানি না এই ধরনের কথা কোথা থেকে আসে। আমি এমন কিছু দেখিনি। আন্তোনেলার সঙ্গেও আমি দেখা করেছি এবং আমাদের মধ্যে খুব স্বাভাবিক কথোপকথন হয়েছে।”
আর্জেন্টিনার রোসারিও শহরে মেসি ও আন্তোনেলার প্রথম দেখা হয় তাদের শৈশবে। তখন মেসির বয়স ছিল মাত্র পাঁচ বছর। আন্তোনেলা ছিলেন মেসির ঘনিষ্ঠ বন্ধু লুকাস স্কাগ্লিয়ার চাচাতো বোন।
বার্সেলোনায় চলে যাওয়ার পরও মেসি ও আন্তোনেলার মধ্যে যোগাযোগ ছিল। ২০০৮ সালে তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে।
২০১২ সালে তাদের প্রথম সন্তান থিয়াগো জন্ম নেয়। এরপর ২০১৫ সালে মাতেও এবং ২০১৮ সালে সিরো জন্মগ্রহণ করে।
২০১৭ সালে রোসারিওতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এভাবে বছর ঘুরে গেলেও মেসি ও সোফিকে ঘিরে গুজব থামেনি। তবে এবার সোফি নিজেই এই গুজবের জবাব দিয়ে পরিষ্কার করলেন যে মেসির সঙ্গে তার কোনো রোমান্টিক সম্পর্ক নেই।
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫