বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এবারের আসরের শুরুর দিকে তারা দলে যুক্ত করেছে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে, যিনি ইতোমধ্যেই দলের সাথে যোগ দিয়েছেন।
গতকাল রাতে বিপিএল খেলতে ঢাকায় পৌঁছেছেন শাহিন। আজ শনিবার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনি দলের সাথে অনুশীলন করেন।
তবে, আফ্রিদি পুরো বিপিএল আসরে খেলবেন
না বরিশালের হয়ে। জানুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় দলের খেলার কারণে তাকে বিপিএল ছেড়ে যেতে হতে পারে।বরিশাল তাদের প্রথম ম্যাচে ৩০ ডিসেম্বর দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে।
বরিশাল স্কোয়াড:
দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।
বিদেশি: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি।
ড্রাফটের আগে: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী।
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫