চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে আগের ম্যাচে ৬-০ গোলের বড় পরাজয়ের ধাক্কা কাটিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয়ের পথে ফিরেছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে সেলেকাওরা।
অন্যদিকে, আর্জেন্টিনা এবার কলম্বিয়ার বিপক্ষে জয়ের মুখ দেখেনি। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট এই দলটি ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য
হয়েছে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও কোনো রকমে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।গ্রুপ ‘বি’-তে আপাতত শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৪। সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ব্রাজিল, তবে তাদের ১ জয় ও ১ হারের ফলাফল ও ঋণাত্মক ৫ গোল ব্যবধান রয়েছে।
ইকুয়েডর ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে (+১) দ্বিতীয় স্থানে। কলম্বিয়া এক ম্যাচ খেলে ড্র করার ফলে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। বলিভিয়া দুই ম্যাচে পরাজিত হয়ে তলানিতে।
এমন উত্তেজনাপূর্ণ অবস্থায় প্রতিযোগিতার পরবর্তী ম্যাচগুলোতে পাল্টে যেতে পারে গ্রুপের সমীকরণ।
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫