সরকার ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) প্রস্তাবনায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত দাম কমানোর কথা বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ৫০০ টাকার পাঁচ এমবিপিএস সংযোগের খরচ ৪০০ টাকায় নামিয়ে আনা হবে।
বর্তমানে দেশে দৈনিক ৬,৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যার ৪০ শতাংশ ব্রডব্যান্ড
সেবায়। ২০২১ সালে বিটিআরসি নির্ধারিত পাঁচ থেকে ২০ এমবিপিএস পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে সর্বনিম্ন ৫০০ থেকে ১,২০০ টাকায় সেবা দিয়ে আসছে ইন্টারনেট সেবাদাতারা।বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানিয়েছেন, সরকার অনুমোদন দিলে ২০ শতাংশ পর্যন্ত দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে। এর ফলে, ৫০০ টাকার সংযোগ ১০০ টাকা কমে ৪০০ টাকায়, ১০ এমবিপিএস ৮০০ টাকার পরিবর্তে ৭০০ টাকায়, এবং ২০ এমবিপিএস ১,২০০ টাকার বদলে ১,১০০ টাকায় পাওয়া যাবে।
তবে এই প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক। তিনি বলেন, “দাম কমানোর এই উদ্যোগ সেবাদাতাদের বড় চাপের মুখে ফেলবে। তদুপরি, মানসম্মত সেবার ক্ষেত্রেও বিঘ্ন ঘটতে পারে।”
অন্যদিকে, গ্রাহক পর্যায়ে সেবার দাম কমানো গেলে দেশের ইন্টারনেট ব্যবহার বাড়বে বলে আশা করছে বিটিআরসি। এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫