বিশ্বের অন্যতম জনপ্রিয় মাধ্যম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। সাইটটি তাদের ব্যবহারকারীদের জন্য একের পর এক আপডেট নিয়ে আসছে। কিছুদিন আগেই ইনস্টাগ্রাম তাদের নারী ব্যবহারকারীদের জন্য অশ্লীল ছবি বা ভিডিও পাঠালেও তা ওপেন হবে না এমন একটি ফিচারের আপডেট দিয়েছেলেন।
এবার জনপ্রিয় এ মাধ্যমটি সবার জন্য আরও এক নতুন ফিচার নিয়ে এলো। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে মাঝে মধ্যে
ইনস্টাগ্রাম তার ব্যবহারকারীদের হেনস্তা হওয়ার হাত থেকে বাঁচাতে হিডেন ওয়ার্ডসের আপডেটসহ আরও নতুন নতুন ফিচার নিয়ে এসেছে। অর্থাৎ এখন যদি ব্যবহারকারী কাউকে ব্লক করেন, তা হলে তার কাছে অতিরিক্ত আরও অ্যাকাউন্ট ব্লক করারও অপশন থাকবে। যার জন্য ব্লক করা অ্যাকাউন্ট ব্যবহারকারী আর নতুন করে ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। স্বয়ংক্রিয় ভাবেই হিডেন ওয়ার্ডস অ্যাকাউন্ট রিকোয়েস্ট এবং কমেন্ট থেকে অপরাধমূলক, হেনস্থামূলক বিষয়বস্তু কিংবা এ ধরনের অ্যাকাউন্ট অপসারণ করবে।
সংস্থার মতে, সাধারণত গড়ে প্রায় ৪০ শতাংশ মন্তব্য আপত্তিকর হয়ে থাকে।এসব অ্যাকাউন্টগুলো এখন স্বয়ংক্রিয় ভাবেই ব্লক হয়ে যাবে।
এই ফিচারটি গত বছরে চালু হওয়ার পর থেকে প্রায় কমপক্ষে ১০ হাজার ফলোয়ারদের মধ্যে প্রতি পাঁচজনের একজনেরও বেশি এই হিডেন ওয়ার্ডস ফিচারটি সক্রিয় করেছেন। বর্তমানে হিডেন ওয়ার্ডস ফিচারটি পরীক্ষামূলক অবস্থায় থাকায় সকল ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হয়নি।
সকল ব্যবহারকারীরা এটি খুব দ্রুতই ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে যে কোনো সময় ব্যবহারকারীরা সেটিংস অন বা অফ রাখতে পারবেন। তার সঙ্গে এমন একটি কাস্টমাইজড তালিকাও তৈরি করতে পারবেন যেখানে বাক্যাংশ, অতিরিক্ত শব্দ বা ইমোজি লুকিয়ে রাখা যাবে।
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫