Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

আইসিটি

ইউটিউবের নতুন নিয়মে বিপাকে অনেক কনটেন্ট ক্রিয়েটর

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো




অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণসহ প্রায় সব ধরনের ভিডিও এখানে পাওয়া যায়।


ভিডিও দেখার পাশাপাশি অনেকেই ইউটিউবে নিজেদের তৈরি ভিডিও প্রকাশ করে আয়ের পথ খুঁজে নিয়েছেন। তবে দর্শকদের আকৃষ্ট করতে অনেকে অতিরঞ্জিত বা মিথ্যা তথ্যনির্ভর শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করেন। এসব চটকদার উপস্থাপনার কারণে

দর্শকরা ভিডিওতে ক্লিক করলেও প্রায়ই তারা প্রয়োজনীয় তথ্য পান না বা মিথ্যা তথ্যের শিকার হন।


এই সমস্যার সমাধানে ইউটিউব ক্লিকবেইট বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। নতুন নীতিমালার আওতায় এমন ভিডিও, যেগুলোর শিরোনাম বা থাম্বনেইলে ভুল তথ্য থাকে এবং ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়, সেগুলো মুছে ফেলা হবে।


প্রথমে এই নীতিমালা ভারত থেকে কার্যকর করা হবে এবং কয়েক মাসের মধ্যে তা অন্যান্য দেশেও চালু করা হবে। ইউটিউবের ব্লগ বার্তায় জানানো হয়েছে, বিভ্রান্তিকর শিরোনাম ও থাম্বনেইলযুক্ত ভিডিও নির্মাতাদের বিরুদ্ধে কোনো স্ট্রাইক না দিয়ে তাদের সচেতন করার উদ্যোগ নেওয়া হবে।


ইউটিউবের মুখপাত্র জ্যাক ম্যালন বলেছেন, “আমাদের নতুন নীতিমালা ক্লিকবেইটের অপব্যবহার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ইউটিউব জানিয়েছে, বিশেষ করে ‘ব্রেকিং নিউজ’ বা ‘চলমান ঘটনাবলি’ সম্পর্কিত শিরোনামযুক্ত বিভ্রান্তিকর ভিডিওগুলোর ওপর বিশেষ নজর রাখা হবে।


এই উদ্যোগের মাধ্যমে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের উপস্থাপন করতে চায় যেখানে দর্শকরা সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পেতে পারেন।


সূত্র: দ্য ভার্জ

১ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন