Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আইসিটি

সামরিক বাহিনীর সঙ্গে ওপেনএআই এর চুক্তি

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




মার্কিন প্রতিরক্ষা স্টার্টআপ অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের সঙ্গে সামরিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উন্নয়নের জন্য চুক্তি করেছে ওপেনএআই।


৪ ডিসেম্বর বুধবার এক যৌথ বিবৃতিতে, উভয় কোম্পানি যুক্তরাষ্ট্র এবং মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে উদীয়মান মানবহীন সিস্টেম এবং প্রচলিত মানুষচালিত প্ল্যাটফর্মের বিপজ্জনক হুমকির বিষয়ে উল্লেখ করেছে।


এই

কৌশলগত অংশীদারিত্ব বিশেষত "কাউন্টার-আনম্যানড এয়ারক্রাফ্ট সিস্টেম (সিইউএএস)" এবং রিয়েল-টাইম প্রাণঘাতী হামলা শনাক্তকরণ ও প্রতিরোধে সক্ষম প্রযুক্তি তৈরিতে মনোযোগ দেবে। চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ না হলেও, এটি মার্কিন প্রযুক্তিগত আধিপত্য ধরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে চীনের বিরুদ্ধে এআই প্রতিযোগিতার ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে’ গৃহীত বলে জানানো হয়েছে।


ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, এই অংশীদারিত্ব বিশ্বের সবচেয়ে মূল্যবান এআই কোম্পানি ওপেনএআই এবং শীর্ষ মার্কিন প্রতিরক্ষা স্টার্টআপ অ্যান্ডুরিলকে একত্র করেছে। অ্যান্ডুরিল মূলত সামরিক কাজে ব্যবহৃত ড্রোন, সেন্সর টাওয়ার এবং সফটওয়্যার তৈরি করে, যা শত্রু ড্রোনের আগাম শনাক্তকরণ ও প্রতিরোধে সক্ষম।


এর আগে সামরিক কাজে নিজেদের প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ করেছিল ওপেনএআই। তবে জানুয়ারিতে তারা সামরিক সহযোগিতার জন্য নিজেদের নীতিমালা পরিবর্তন করে। ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআই জানায়, অ্যান্ডুরিলের সঙ্গে যৌথভাবে তৈরি করা প্রযুক্তি শুধুমাত্র প্রতিরক্ষা অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হবে।


ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, তাদের কোম্পানি নিশ্চিত করবে যে, নতুন এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে সহায়তা করবে।


অন্যদিকে, নভেম্বরে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক মার্কিন প্রতিরক্ষা বিভাগকে এআই পরিষেবা দেওয়ার জন্য অ্যামাজন এবং প্যালান্টিয়ারের সঙ্গে চুক্তি করেছিল। এসব অংশীদারিত্ব বড় প্রযুক্তি কোম্পানি, রক্ষণশীল রাজনীতি এবং সামরিক প্রযুক্তির মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে নির্দেশ করে।


অ্যান্ডুরিলের সহ-প্রতিষ্ঠাতা পালমার লাকি একজন ডোনাল্ড ট্রাম্প সমর্থক এবং ইলন মাস্কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ অংশীদারিত্বের মাধ্যমে এআই প্রযুক্তি সামরিক ব্যবহারে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন