Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আইসিটি

ফেক ছবি চিহ্নিত করতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি নতুন আপডেট এনেছে যা ব্যবহারকারীদের জন্য উপকারী হবে। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ভুয়া সংবাদ বা মিথ্যা ছবি শনাক্ত করতে পারবেন এবং এমনকি সেগুলোর আসল উৎস সম্পর্কেও জানতে পারবেন।


জানা গেছে, হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডে বিটা টেস্টিং ফিচার চালু করেছে এবং এই ফিচারের ধাপগুলো এক টিপস্টার ভাগ করেছেন। হোয়াটসঅ্যাপের চ্যাট

স্ক্রিনের উপরের ডান কোণায় একটি নতুন থ্রি-ডট মেন্যু অপশন পাওয়া যাবে। ব্যবহারকারীকে যেকোনো ছবির উপর ক্লিক করতে হবে, তারপর "গুগলের জন্য সার্চ অন দ্য ওয়েব" অপশনে ক্লিক করতে হবে। এর মাধ্যমে ব্যবহারকারী প্রকৃত ছবির ডাটাবেসে প্রবেশ করতে পারবেন।


এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন, ছবিটি গুগলে সার্চ করার পর শুধুমাত্র সেই নির্দিষ্ট বিষয়বস্তু বা মেসেজটি গুগলে আপলোড হবে। হোয়াটসঅ্যাপ সেই চ্যাট শেয়ার বা স্টোর করতে পারবে না। ব্যবহারকারীরা যখন সার্চ বাটনে ক্লিক করবেন, তখন কোনো পরিচিত ব্যক্তির শেয়ার করা ছবি নিয়ে যদি কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে, তা সহজেই যাচাই করা সম্ভব হবে।

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন