Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

খেলাধুলা

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
# ফাইল ফটো



২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জায়গা পেয়েছে গ্রুপ ‘জে’-তে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত বর্ণাঢ্য ড্র অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।


তবে বিশ্বচ্যাম্পিয়নদের বড় প্রশ্ন এখনো একটাই, লিওনেল মেসি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপে?


আর্জেন্টাইনের

ফুটবলভক্তদের প্রতীক্ষা বাড়িয়ে দিয়ে মেসি এখনো নিশ্চিত করে জানাতে পারেননি তিনি মাঠে নামবেন কি না।


মেসি বলেন, ‘আমি আশা করি আমি থাকতে পারব। আগেও বলেছি, সেখানে থাকতে পারলে খুব ভালো লাগবে। সবচেয়ে খারাপ হলেও, আমি গ্যালারি থেকে সরাসরি দেখে আসব। বিশ্বকাপ সবার জন্যই বিশেষ—যে কোনো দেশের জন্য। আমাদের জন্য আরও বেশি, কারণ আমরা একে ভিন্ন আবেগে অনুভব করি।’


আর্জেন্টিনা তাকিয়ে আছে ইতিহাস গড়ার দিকে। ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) এবং ব্রাজিলের (১৯৫৮ ও ১৯৬২) পরে তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জেতার সুযোগ তাদের সামনে।

৬ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন