Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

বিশ্বকাপে ফের বিতর্ক, শুধু স্টেডিয়ামেই হলো কনসার্ট

স্পোর্টস ডেস্ক:
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ফের একবার বিশ্বকাপে বিতর্ক দেখা গেল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের ম্যাচ শুরুর আগে অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইসিসি। তবে এটি শুধু স্টেডিয়ামেই সীমাবদ্ধ ছিল, টিভি ও ওটিটিতে বসে থাকা দর্শকরা তা দেখতে পাননি।

এরপর সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠান ছিল শুধুই মাঠে থাকা সমর্থকদের জন্যে। তবে এ নিয়ে চটেছেন

দর্শকরা।

বিসিসিআই আগেই জানিয়েছিল, বলিউডের গায়ক অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিংহ ও সুনিধি চৌহান ম্যাচের আগে পারফর্ম করবেন। তার জন্যে মঞ্চও তৈরি করা হয়েছিল বোর্ডের পক্ষ থেকে। স্থানীয় সময় দুপুর ১২.৩০ থেকে শুরু হওয়ার কথা ছিল অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের আগে থেকেই টিভিতে এবং ডিজনি প্লাস হটস্টারে অনেকে চোখ রেখেছিলেন। কিন্তু সেখানে শুধু স্টুডিও থেকে সম্প্রচার দেখানো হয়। মাঠে কী হচ্ছে দেখানো হয়নি। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানতে চান, সবারই কি এমন হচ্ছে?

দুপুর ১২.৩৭ মিনিটে সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠান শুধুমাত্র মাঠে থাকা দর্শকদের জন্যে। তা টিভি বা ওটিটি-তে সম্প্রচার করা হবে না। এতেই চটেছেন সমর্থকেরা। তাদের দাবি, কেন আগে এই ঘোষণা করা হল না। আইপিএলের অনুষ্ঠান যদি সর্বত্র দেখানো হতে পারে, তা হলে বিশ্বকাপে সমস্যা কোথায়? সব রাগ গিয়ে পড়েছে বোর্ডের ওপরেই।

উল্লেখ্য, আইপিএলের সম্প্রচার এ বারই পেয়েছে ভায়াকম ১৮ সংস্থা। তবে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব রয়েছে স্টার স্পোর্টসের হাতেই।

৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন