Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

পাকিস্তানে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তার অনুরোধ বিসিবির

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে শুক্রবার, মে ৯, ২০২৫
# ফাইল ফটো




কাশ্মীরের পেহেলগামে ২৬ জন ভারতীয় পর্যটকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি আরও ঘনীভূত হয় যখন মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারত পাকিস্তানের ভূখণ্ডে ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, এই হামলায় ২৬ জন নিহত হয়েছে। এর জবাবে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে

পাল্টা হামলা শুরু করে এবং তাদের দাবি, নিয়ন্ত্রণ রেখায় হামলায় ১০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি মিডিয়ার বর্ণনা অনুযায়ী, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস করেছে। বর্তমানে এই সংঘাতের কারণে পুরো অঞ্চলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।


এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেট জগতেও। ভারত ও পাকিস্তান উভয় দেশেই বর্তমানে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে, যেখানে বিভিন্ন দেশের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন বাংলাদেশের দুই তরুণ বোলার নাহিদ রানা ও রিশাদ খান। নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে এবং রিশাদ খান লাহোর কালান্দার্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন।


গ্রুপ পর্বে তাদের দলের এখনও যথাক্রমে ২টি ও ১টি ম্যাচ বাকি রয়েছে। যদি তাদের দল প্লে-অফে পৌঁছায়, তাহলে তাদের পাকিস্তানে থাকার মেয়াদ বাড়তে পারে। প্লে-অফ ও ফাইনাল ম্যাচের জন্য তাদের ১৮ মে পর্যন্ত সেখানে অবস্থান করতে হতে পারে। তবে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দুই বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা পিএসএল কর্তৃপক্ষের কাছে নাহিদ ও রিশাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে। তবে এখনও পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়নি। বিসিবি স্পষ্ট করে বলেছে, পরিস্থিতির অবনতি ঘটলে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়লে যেকোনো সময় তাদের পিএসএল অসমাপ্ত রেখেই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। সামনের দিনগুলোর পরিস্থিতির ওপরই নির্ভর করছে এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ সিদ্ধান্ত।

২ দিন আগে শুক্রবার, মে ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন