Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বাংলাদেশকে নিয়ে গুজব ও অপপ্রচার চলছে: উপদেষ্টা নাহিদ

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



বাংলাদেশকে নিয়ে গুজব ও অপপ্রচার চলছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে।


মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।


তিনি

বলেন, "পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমেও বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার শুধু সরকারের বিরুদ্ধেই নয়, পুরো বাংলাদেশের বিরুদ্ধেও। দেশ সম্পর্কে যে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, তা মোকাবিলা এবং প্রকৃত তথ্য উপস্থাপনের জন্য আমাদের সরকারসহ গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ বিষয়ে আমরা আলোচনা করেছি এবং সবার মতামত নিয়েছি।"


তথ্য উপদেষ্টা আরও জানান, জুলাই বিপ্লবে অনেক সাংবাদিক ছাত্র-জনতার পক্ষ থেকে কাজ করেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানির শিকার না হওয়ার বিষয়ে তাদের আহ্বান জানানো হয়েছে।


বৈঠকে টেলিভিশন চ্যানেলের মালিকরা তাদের দাবি ও সমস্যা নিয়ে কথা বলেন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের দাম নিয়ন্ত্রণের বিষয়ে তারা মতামত দিয়েছেন। পে-চ্যানেল এবং বিদেশি চ্যানেলগুলোর নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও, টিআরপি নিয়ে তাদের উদ্বেগের কথাও শোনা হয়েছে। এসব বিষয়ে আবারও বৈঠকে বসে যৌক্তিকভাবে সমাধান খোঁজা হবে।


নাহিদ ইসলাম বলেন, "বিগত সরকারগুলোর আমলে সাংবাদিকদের বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে, স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি আর না হয় এবং মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা যায়, এই প্রত্যাশা সবার।"

৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন