Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

৪৭তম বিসিএসে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমলো

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়েছে।


রোববার (১ ডিসেম্বর) পিএসসির সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।


চিঠিতে বলা হয়েছে, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে। এছাড়া, আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা

নির্ধারণ করা হয়েছে।


এর আগে ২৮ নভেম্বর বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ওই বিজ্ঞপ্তিতে আবেদন ফি আগের মতো ৭০০ টাকা ছিল। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়। এই বিজ্ঞপ্তি প্রকাশের কিছু ঘণ্টা পরেই কমিশন আবেদন ফি কমানোর ঘোষণা দেয়।


এ বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩,৪৮৭ এবং নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এ বিসিএস থেকে মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। নতুন কিছু পদও যুক্ত হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টায় এবং শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন