ছেলে বাবার পদাঙ্ক অনুসরণ করবেন এমনটাই স্বাভাবিক। রোনালদিনিয়োর ছেলে জোয়াও মেন্দেসও সেই পথেই এগুচ্ছিলেন। তবে দ্রুতই তিনি বুঝতে পারেন, বার্সেলোনায় থাকলে তাকে সবসময় বাবার সঙ্গে তুলনা করা হবে। তাই লা মাসিয়া একাডেমি ছেড়ে দুই বছরের চুক্তিতে পাড়ি জমিয়েছেন ইংলিশ ক্লাব বার্নলিতে। তবে বার্নলিতেও এখন পর্যন্ত মূল দলে খেলার সুযোগ পাননি জোয়াও। তবু তার মনে হয়, বার্সা ছাড়ার সিদ্ধান্তই
সঠিক ছিল।ব্রাজিলের হয়ে একটি বিশ্বকাপ জেতা রোনালদিনিয়ো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। বার্সেলোনার হয়ে তিনি পাঁচ বছর দুর্দান্ত সময় কাটিয়েছেন, জিতেছেন দুটি লা লিগা, দুটি সুপার কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ। তার ক্যারিয়ারের একমাত্র ব্যালন ডি’অরও এসেছে বার্সায় থাকাকালীন। তবে ছেলের মন বসেনি এই ক্লাবে।
১৯ বছর বয়সী জোয়াও বলেন, ‘আমি জোয়াও হতে চেয়েছি, বাবার মতো নয়। আমি কখনো বাবার মতো হওয়ার চেষ্টা করিনি। তাই তিনি যেখানে খেলেছেন, সেখান থেকে দূরে থাকতে চেয়েছি। বার্নলিতে আসাটা আমার জন্য ভালো সিদ্ধান্ত ছিল। আমি যা হতে চাই না, বাইরের লোকেরা চায় আমি তাই হই। এটা আমার পছন্দ না হলেও বাস্তবতা। তবে বার্নলিতে এসে ভালোই হয়েছে। যদিও এখানে শীতের সময় আবহাওয়া খুব খারাপ।’
রোনালদিনিয়ো কখনোই চাননি তার ছেলে ফুটবলার হোক। তিনি জানতেন, প্রচুর চাপ সহ্য করতে হবে তাকে। তবে রক্তের টান সহজে আলাদা হয় না। ফুটবলের প্রতি ভালোবাসার কারণেই জোয়াও নিজের পথ বেছে নেন।
তিনি বলেন, ‘আমার বাবা-মা চাননি আমি ফুটবলার হই, কারণ তারা জানতেন কী ঘটতে পারে। কিন্তু আবেগ যখন কথা বলে, তখন আর কিছুই করার থাকে না। সবাই এই কঠিন পরিস্থিতি সামলাতে পারে না, তবে আমি সবসময় গর্ব অনুভব করি যে আমি তার সন্তান।’
জোয়াও চান নিজের ফুটবলটা নিজের মতো করে খেলতে। তিনি বলেন, ‘আমার বাবা সর্বকালের সেরা না হলেও, খেলাটির অন্যতম সেরা। তাই তার ছেলে হিসেবে তাকে নিয়ে কথা বলাটাও আমার জন্য গর্বের। তবে আমি চেষ্টা করি নিজের কাজটা নিজের মতো করে করতে। আমি চাই না সবকিছুতে বাবাকে টেনে আনা হোক। চাপহীন থেকে নিজের খেলাটা খেলতে চাই।’
বার্সেলোনা ছেড়ে নতুন পথ বেছে নেয়া জোয়াওর জন্য কতটা সফল হয়, তা সময়ই বলে দেবে। তবে নিজের পরিচয় গড়ে তোলার জন্য তার এই সিদ্ধান্ত বেশ প্রশংসনীয়।
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫