বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি বলেছিলেন তার আর কিছু পাওয়ার নেই। তবে আর্জেন্টিনা অধিনায়ক হয়তো ‘পাওয়ার’ বদলে ‘চাওয়া’ বললেই পারতেন। কেননা তিন যুগ অপেক্ষার অবসান হয়েছে মেসির জাদুতে। আর তাই আর্জেন্টাইনরা এখন তাকে সবকিছু দিতে প্রস্তুত। বিশ্কাপের শিরোপা জয়ের নায়কের নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।
এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা
অনুশীলন সেন্টারের নতুন ফলকের ছবিও শেয়ার করেছেন এএফএর প্রধান, ‘কাসা দে এজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।’
মেসির ক্যারিয়ারে অর্জন আর স্বীকৃতি নতুন কিছু নয়। এরপরও আর্জেন্টিনার ফুটবলের কাছ থেকে এমন উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস লুকাননি পিএসজি তারকা। এমন স্বীকৃতি পেয়ে ইনস্টাগ্রামে মেসি বলেছেন, ‘এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।’
মেসির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেছেন তাপিয়া। তিনি লিখেছেন, ‘যোগ্য হিসেবেই তুমি স্বীকৃতি পেয়েছ।’
২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫