Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বর্তমান সময়ে ব্রাজিলের সবচেয়ে সেরা ফুটবলার নেইমার। কিন্তু এখন তিনি ব্রাজিলের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছেন। চোট যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। ১৬ মাস পর ব্রাজিল দলে ফিরলেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারছেন না এই তারকা। তার আগেই আবারও চোটে পড়েছেন তিনি।


ব্রাজিলের হয়ে আগামী সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার কথা ছিল

নেইমারের। সেই লক্ষ্যে তিনি নিজেকে প্রস্তুত করছিলেন। সান্তোসে ফিরে তার সময় ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ করেই আবারও চোটে পড়েছেন এই ফরোয়ার্ড। ফলে আসন্ন ম্যাচ দুটিতে তিনি খেলতে পারবেন না।


নেইমারের অনুপস্থিতিতে দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এন্দ্রিককে। এই তরুণ খেলোয়াড় কতটা নিজেকে মেলে ধরতে পারেন এবং নেইমারের অভাব পূরণ করতে পারেন কতটা, সেটাই এখন দেখার বিষয়।


নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর তিনি এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। এই কারণে সৌদি আরবে তার ক্লাব আল হিলাল তার সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহ দেখায়নি। অতিরিক্ত চোট প্রবণতার কারণে নেইমারকে নিয়ে ইউরোপিয়ান ক্লাবগুলোর আগ্রহও কমেছে। ফলে তাকে একরকম বাধ্য হয়েই শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে হয়েছে। তবে সেই যাত্রাও সুখকর হয়নি। ক্লাবটির হয়ে মাত্র ৭ ম্যাচ খেলেই আবারও চোটে পড়েছেন তিনি।


উল্লেখ্য, দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের ১২ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ব্রাজিল ৫ম স্থানে আছে। বৃহস্পতিবার ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে দলটি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে। এরপর ২৬ মার্চ বুয়েনস আইরেসে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল।

৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন