Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

আইপিএল ছেড়ে বিয়ের পিঁড়িতে মুস্তাফিজের সতীর্থ মিশেল মার্শ

স্পোর্টস ডেস্ক:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সব দেশের তারকা ক্রিকেটাররাই আইপিএলে খেলতে মুখিয়ে থাকেন। কিন্তু এবার টুর্নামেন্টের ১৬তম আসরে মাত্র দুই ম্যাচ খেলেই দেশে ফিরে যাচ্ছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমানের সতীর্থ মিশেল মার্শ।

এবারের আইপিএলে দুই ম্যাচ খেলে খুব বেশি বলার মতো পারফর্ম করতে পারেননি মার্শ। এরই

মধ্যে কিছুদিনের জন্য আইপিএল থেকে ছুটি নিয়ে দেশে পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা এই অলরাউন্ডার। জানা গেছে, জীবনের নতুন ইনিংস শুরু করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

আজ (৮ এপ্রিল) বিকেলে নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচের আগে দিল্লির বোলিং কোচ জেমস হোপস মার্শের দেশে ফিরে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ান এই কোচ জানান, মার্শকে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। সামনেই তার বিয়ে। তবে বিয়ে শেষ করে আবারও দলে যোগ দেবেন তিনি।

চলতি আইপিএলে দিল্লির হয়ে প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়েছিলেন মার্শ। তবে বোলিং করতে আসেননি তিনি। এরপর বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ বলে করেছেন ৪ রান। আর বোলিংয়ে ৩.১ ওভারে ২৪ রান দিয়ে নেন একটি উইকেট।

এদিকে দীর্ঘদিনের চোট কাটিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ার একাদশে কামব্যাক করেন মার্শ। ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। ফলে এমন পারফরমারকে সহজেই ছাড়তে চাইবে না কোনো ফ্রাঞ্চাইজি। তাই বিয়ে সেরে ফিরলেই প্রথম একাদশেও চলে আসবেন মার্শ।

এছাড়া দিল্লি ক্যাপিটালসে একমাত্র বিদেশি অলরাউন্ডার মার্শ। তার অনুপস্থিতিতে ব্যাটিং শক্তিশালী করতে একাদশে রাখা হতে পারে ক্যারিবিয়ান রভম্যান পাওয়েলকে। কেননা অধিনায়ক ডেভিড ওয়ার্নার, রাইলি রুসো ও এনরিখ নর্কিয়া একাদশে থাকছেন এটা নিশ্চিত। ফলে ফিজের একাদশে না থাকার সম্ভাবনাই বেশি।

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন