Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

আমার প্রেমিকা ক্যাটরিনার চেয়েও সুন্দরী: আমির

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৬০ বছর পূর্ণ করেছেন। নিজের ৬০তম জন্মদিনে তিনি নতুন প্রেমিকা গৌরী স্প্রাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সবাইকে চমকে দেন। মুম্বাইয়ের পাপারাৎসি পরিবারের আয়োজিত এক ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানে আমির তার প্রেমিকাকে উপস্থিত করেন। তবে পাপারাৎসিদের কাছে তিনি অনুরোধ করেন যেন গৌরীর কোনো ছবি তোলা না হয়।


ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী,

গৌরী স্প্রাট একজন অ্যাংলো ইন্ডিয়ান। তার বাবা তামিল-ব্রিটিশ এবং মা পাঞ্জাবি-আইরিশ। তবে গৌরী নিজেকে ভারতীয় বলতেই বেশি পছন্দ করেন। তিনি আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন। গৌরী লন্ডনে পড়াশোনা করেছেন এবং প্রায় দেড় বছর ধরে আমিরের সঙ্গে তার প্রেম চলছে। আমিরের তুতো বোনের মাধ্যমেই ২৫ বছর আগে গৌরীর সঙ্গে তার প্রথম পরিচয় হয়। বর্তমানে গৌরী মুম্বাইয়ে আমিরের সঙ্গে একসঙ্গে বসবাস করছেন।


গৌরীর একটি ছয় বছরের পুত্রসন্তানও রয়েছে। আমির নিজেই জানিয়েছেন, তিনি গৌরীর জন্য নতুন করে গানের প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। আমিরের কথায় ও আচরণে স্পষ্ট, তিনি গৌরীর প্রেমে পুরোপুরি ডুবে রয়েছেন। তিনি বলেছেন, ‘আমার প্রেমিকা ক্যাটরিনা কাইফের চেয়েও সুন্দরী। তার সঙ্গে থাকলে মনে হয়, আমি যেন ঘরেই আছি।’ আমির আরও বলেছেন, ‘আমি এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে থেকে শান্তি খুঁজে পাওয়া যায়। ঠিক সেই সময়েই গৌরীর সঙ্গে আমার দেখা হয়।’


গৌরীও জানিয়েছেন, কেন তিনি আমিরকে পছন্দ করেছেন। তিনি বলেছেন, ‘আমি একজন ভদ্র, নরম মনের এবং যত্নশীল মানুষকে খুঁজছিলাম। আমির ঠিক তেমনই একজন।’


আমির ইতিমধ্যে গৌরীকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তার প্রথম স্ত্রী রীনা দত্তের সন্তান জুনাইদ ও ইরার সঙ্গেও গৌরীর দেখা হয়েছে। জানা গেছে, আমিরের দুই সন্তানই গৌরীকে নিয়ে খুব খুশি।


২০২১ সালে আমির খান ও কিরণ রাও বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এর আগে আমির রীনা দত্তকে বিয়ে করেছিলেন। এই সুপারস্টারের দুই সংসারে মোট তিন সন্তান রয়েছে। এর মধ্যে জুনাইদ খান ইতিমধ্যে বলিউডে অভিষেক করেছেন এবং মেয়ে ইরা খানের গত বছর বিয়ে হয়েছে। এবার নতুন করে জীবন গড়তে চলেছেন আমির খান।

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন