মুন্সীগঞ্জের শ্রীনগরে সাত মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে অভিনেত্রী তানজিন তিশার সহকারী ও জুলাই অভ্যুত্থানে নিহত আলামিনের মরদেহ। সোমবার (১০ মার্চ) দুপুরে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেম নগর কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। আলামিন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে এ মরদেহ উত্তোলন করা হয়।পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আলামিন নিহত হন। তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।
ঘটনার চার মাস পর ডিসেম্বরে নিহত আলামিনের বড় ভাই বাদল খলিফা উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।
এবার আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শাহীন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য কবর থেকে সাত মাস পর আলামিনের মরদেহ উত্তোলন করা হয়েছে। মরদেহ উত্তোলনের পর মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় কবরস্থানে শ্রীনগর উপজেলা মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ ইব্রাহীম উপস্থিত ছিলেন।
৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫