বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের জীবন যেন এক রোলার-কোস্টারের মতো। টানা দুই বছর প্রেমের সম্পর্কে থাকার পর আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। এই বিচ্ছেদের পর মন ভেঙেছিল অনন্যার। তবে, চলতি বছরেই নতুন করে প্রেমে পড়েছেন চাঙ্কি পান্ডের মেয়ে। যদিও তার নতুন প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কো সম্পর্কে এখনও প্রকাশ্যে কিছু বলেননি তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন,
কেমন সঙ্গী চান তিনি।অনন্যা বলেন, তিনি একজন অত্যন্ত আবেগপ্রবণ মানুষ। সহজেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং চোখে পানি চলে আসে। তাই তিনি এমন একজন সঙ্গী চান যার কাঁধে মাথা রেখে মন হালকা করা যায়। তার মতে, সঙ্গীকে কোনো সমস্যার সমাধান দিতে হবে না; বরং মন দিয়ে সমস্যার কথা শুনলেই হবে।
তিনি আরও বলেন, “আমার সমস্যার সমাধান প্রয়োজন নেই। আমি চাই, আমার সঙ্গী মন দিয়ে আমার কথাগুলো শুনুক। অনেকেই মনে করেন, সমস্যার কথা বলা মানে সমাধান খোঁজা। কিন্তু আসলে, সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। আমি চাই এমন একজন সঙ্গী, যার কাঁধে মাথা রেখে শান্তি পাব।”
অনন্যা আরো জানান, মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায় রাগের সময়। তিনি বলেন, “স্বাভাবিক বা শান্ত পরিস্থিতিতে সবাইকে ভদ্র মনে হয়। কিন্তু রাগ বা মতান্তরের সময় তাদের প্রকৃত আচরণ প্রকাশ পায়। ঝগড়ার সময় কে কেমন আচরণ করে, সেটি জানা সত্যিই গুরুত্বপূর্ণ। ভালো সময়ে সবাই ভালো থাকে। তবে মতবিরোধ হলে বোঝা যায়, সঙ্গী আপনাকে সত্যিই সম্মান করে কি না।”
উল্লেখ্য, অনন্যা পান্ডেকে শেষবার দেখা গেছে ওয়েব সিরিজ ‘কল মি বে’ এবং চলচ্চিত্র ‘কন্ট্রোল’-এ।
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫