জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ বর্তমানে গানের চেয়ে অভিনয়ের ক্ষেত্রে বেশি ব্যস্ত সময় পার করছেন।
সম্প্রতি বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল এ সেলেনা অভিনীত ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার প্রদর্শনী হয়। এই সিনেমায় এমিলিয়ার স্ত্রী জেসি ডেল মন্টের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো প্রদর্শিত হয়।
কানে
সিনেমাটি পাম দে'অরের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং পাম দে'অর জুরি পুরস্কার জিতে নিয়েছে। মিউজিক্যাল ক্রাইম কমেডি ঘরানার এই সিনেমাটি আগামী ১৩ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।এ প্রসঙ্গে সেলেনা বলেন, "আমি মিউজিকের শুরুতে অনেক আনন্দ পেয়েছি। ট্যুরগুলোও অনেক উপভোগ্য ছিল। একই সময়ে আমার টিভি শোগুলোও করেছি, সেগুলোও আনন্দের ছিল। কিন্তু যত বয়স বাড়ছে, ততই মনে হচ্ছে, আমাকে কিছু নতুন খুঁজে বের করতে হবে।"
এ কারণে সেলেনার গানভক্তদের মনে এখন একটাই উদ্বেগ- সিনেমায় নিয়মিত হয়ে যাওয়ার ফলে কি সেলেনা গান ছেড়ে দেবেন?
১৭ দিন আগে বুধবার, মে ৭, ২০২৫