Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

জ্যাকুলিনকে বড়দিন উপলক্ষে ১০৭ বছরের পুরোনো আঙুর বাগান উপহার

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বড়দিনে কমবেশি সবাই উপহার পেয়ে থাকেন। একদিকে যেমন বাবা-মায়েরা সান্তা সেজে শিশুদের উপহার দেন, অন্যদিকে প্রিয় মানুষেরাও তাদের প্রিয়জনকে বিশেষ উপহার দিয়ে থাকে। তেমনই বড়দিনে মনের মানুষের কাছ থেকে বিশেষ উপহার পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আর এই বিশেষ, সবচেয়ে বড় উপহারটি তিনি পেয়েছেন তার পুরোনো বন্ধু সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে। তাও আবার জেলে

বন্দি থাকা বন্ধুর কাছ থেকে। সুকেশ একটি চিঠি দিয়ে সেই উপহারের কথা জানান।


এ মুহূর্তে সুকেশ চন্দ্রশেখর তিহার জেলে বন্দি রয়েছেন। বন্দি অবস্থাতেই মনের মানুষকে বড়দিনের উপহার পাঠিয়েছেন। তিনি জ্যাকুলিনকে উপহার হিসেবে দিয়েছেন দক্ষিণ ফ্রান্সের ১০৭ বছরের পুরোনো একটি আঙুর বাগান। শুধু তাই নয়, জেল থেকেও জ্যাকুলিনকে একটি চিঠি পাঠিয়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


সুকেশের হাতে বড়দিন উপলক্ষে লেখা চিঠিতে তিনি জ্যাকুলিনকে ‘বেবি গার্ল’ সম্বোধন করেন এবং মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানান। সুকেশ লেখেন, "আমি দূরে আছি ঠিকই, তবে তোমাকে বড়দিনের উপহার দেব না, তা তো হতে পারে না। এই বছর তোমার জন্য একটি বিশেষ উপহার রয়েছে। আজ তোমাকে কোনো ওয়াইনের বোতল নয়, আস্ত একটি বাগান উপহার দিচ্ছি। এমন উপহার যা তুমি স্বপ্নেও ভাবতে পারনি।"


সুকেশ আরও লিখেছেন, "এই বাগানে তোমার সঙ্গে হাত ধরে হাঁটতে চাই আমি। হয়তো সবাই ভাববে আমি পাগল, তবে আমি শুধু তোমার প্রেমেই পাগল। যতদিন না আমি জেল থেকে বেরিয়ে আসছি, ততদিন অন্তত আমার জন্য অপেক্ষা করো। আমি জেল থেকে বের হলে সারা বিশ্ব আমাদের ভালোবাসা দেখবে।"


ইন্টারনেটে এই চিঠির ছবি ছড়িয়ে পড়তেই সুকেশকে কেউ কেউ ‘পাগলপ্রেমী’ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ বলেছেন, ব্যাপারটা বড্ড বেশি ভয়ঙ্কর। তবে, এই চিঠির বিষয়ে এখনও কিছু বলছেন না জ্যাকুলিন।


উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরকে গ্রেফতার করা হয় ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায়। সুকেশের ঘনিষ্ঠ হওয়ায় জ্যাকুলিনকেও বেশ কিছুদিন আগে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহু জল্পনা-কল্পনা হয়েছে।


যদিও সুকেশের দিক থেকে প্রেম সম্পর্কের কথা বারবার বলা হলেও, জ্যাকুলিন শুরু থেকেই এ বিষয়টি নাকচ করে দেন। তবে, সুকেশ যে অভিনেত্রীর পাগলপ্রেমিক, তা আরও একবার প্রমাণ হয়ে গেল বড়দিনে পাঠানো এই উপহারটি দেখে।

২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন