Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

নয়নতারাকে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছেন ধনুশ

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ মুক্তির অপেক্ষায়। পরিচালক ও নায়িকা নিজেই এই তথ্যচিত্রের জন্য অধীর আগ্রহে দিন গুনছেন। কিন্তু এই অপেক্ষার আনন্দে বাধা সৃষ্টি করেছেন আরেক দক্ষিণী তারকা ধনুশ।


ধনুশ অভিযোগ তুলেছেন, নয়নতারার তথ্যচিত্রে তার প্রযোজিত ছবি ‘নানুম রাউডি ধান’-এর মাত্র তিন সেকেন্ডের একটি দৃশ্য ব্যবহার

করা হয়েছে, যা নাকি তার অনুমতি ছাড়া করা হয়েছে। এই ছবিতে নয়নতারা ছিলেন মুখ্য ভূমিকায়। এই অভিযোগে ধনুশ নয়নতারাকে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছেন।


এ ঘটনার জবাবে রবিবার নয়নতারা খোলা চিঠি লিখেছেন, যেখানে তিনি সরাসরি ধনুশের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, “মাত্র তিন সেকেন্ডের ঝলকে ১০ বছরের পুরনো ছবির কতটাই বা দেখা যায়?” এই প্রশ্ন তুলে নয়নতারা যোগ করেন, “আপনি নিজেকে যতটা দেখানোর চেষ্টা করেন, ততটা নন। নিজের ভাবমূর্তি তুলে ধরতে গিয়ে আপনি অনেক কথাই অতিরঞ্জিত করেন। এই তো আপনার প্রকৃত চরিত্র!”


নয়নতারা আরও দাবি করেছেন, ধনুশের প্রকৃত রূপ তিনি দীর্ঘদিন ধরেই চেনেন। ১০ বছর আগেও ব্লকবাস্টার ছবির প্রচারের সময় ধনুশ নাকি নানা নেতিবাচক মন্তব্য করেছিলেন, যা নয়নতারা কখনো ভুলেননি। তিনি উল্লেখ করেন, ২০১৬ সালে এই ছবিটি ধনুশকে পুরস্কার এনে দিয়েছিল, কিন্তু পুরস্কার গ্রহণের সময়ও ধনুশের মুখে ছিল অসন্তোষের ছাপ।


নায়িকার আরও অভিযোগ, তিন সেকেন্ডের দৃশ্য ব্যবহার করার জন্য অনুমতি নিতে আড়াই বছর চেষ্টা করেও ধনুশের সম্মতি পাননি। শেষমেশ সামাজিক মাধ্যমে পাওয়া সামান্য কিছু অংশ ব্যবহার করেই কাজ চালাতে হয়েছে। অথচ তাতেই এত বড় কাণ্ড ঘটে গেছে।


চিঠিতে নয়নতারা ব্যঙ্গ করে বলেন, “এই ভিত্তিহীন অভিযোগ আপনার পরবর্তী ছবির প্রচারে কাজে আসতে পারে। আপনি যেন এই অভিযোগকে সেই সময়ের জন্য জমিয়ে রাখেন।”


তিনি আরও লিখেছেন, কিছু মানুষ অন্যকে ছোট করেই আনন্দ পান, এবং ধনুশ তাদের একজন। তবে নয়নতারা তার তথ্যচিত্রে সেই মানুষদের গল্প বলেছেন যারা অন্যের সুখে সুখী হন।


অবশেষে নয়নতারা পরামর্শ দিয়েছেন, ধনুশ যেন এই তথ্যচিত্রটি দেখেন। তিনি লিখেছেন, “তথ্যচিত্রটি দেখুন। যদি আপনার মন বদলায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি যেমন মানুষ হিসেবে নিজেকে দেখানোর চেষ্টা করেন, ঠিক তেমনটাই যেন বাস্তবে হয়ে উঠতে পারেন।”

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন