Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

আল হিলাল ছেড়ে আবার পুরোনো ঠিকানায় নেইমার!

ডেস্ক রিপোর্ট:
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বড় অঙ্কের চুক্তিতে নেইমারকে সৌদি আরবে নিয়ে এসেছিল আল হিলাল। কিন্তু ক্লাবটির হয়ে সেভাবে মাঠে নামার সুযোগই পাননি তিনি। বারবার চোটের কারণে বেশিরভাগ সময়ই কেটেছে মাঠের বাইরে। গুঞ্জন উঠেছে, ইনজুরি-প্রবণ এই তারকাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে আল হিলাল।


স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানায়, সৌদির ক্লাব ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নেইমার। এমনকি নিজের পুরনো ক্লাব

সান্তোসের কাছে ইতোমধ্যে সবুজ সংকেতও দিয়ে দিয়েছেন তিনি।


যদি এ খবর সত্যি হয়, তাহলে দুই বছরের চুক্তি শেষ করে পরের মৌসুমে ব্রাজিলে ফিরতে যাচ্ছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।


স্পোর্ত আরও জানিয়েছে, নেইমারের বিকল্পও ভেবে রেখেছে আল হিলাল। তারা আল নাসর থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে টানতে চায়।


ব্রাজিলিয়ান সাংবাদিক দিয়েগো দান্তাস অবশ্য বলছেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে আল হিলাল। হয়তো জানুয়ারিতেই ক্লাবের সঙ্গে নেইমারের সম্পর্ক শেষ হয়ে যাবে।


অন্যদিকে সান্তোসে নেইমারের ফেরার ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির সহ-সভাপতি ওসভালদো নিকো-ও। এক টেলিভিশন শোতে তিনি বলেন, "নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এ বিষয়ে আলাপ হয়েছে।"

১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন