Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আবারও অস্থির ডলার বাজার

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে দেশের বাজারে আমদানি পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষত নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে এই চাহিদা বৃদ্ধি স্পষ্ট। তবে ডলারের সরবরাহ তুলনামূলক কম থাকায় ব্যাংকগুলো ১২০ টাকা নির্ধারিত দামের চেয়ে অন্তত আট টাকা বেশি দিয়ে রেমিট্যান্স কিনছে। এর ফলে খোলাবাজারেও ডলারের মূল্য বেড়ে গেছে।


অসাধুচক্র এই সুযোগ নিয়ে খোলাবাজারে প্রতি ডলার ১২১

টাকার স্থলে ১২৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত বিক্রি করছে। এতে ডলার বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। এ অবস্থায়, ডলার কেনাবেচার তথ্য জানতে সন্দেহভাজন ১৩টি ব্যাংকের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা নিরসনে মনিটরিং কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।


ব্যাংক খাতের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক চলতি মাসের মধ্যে পুরোনো আমদানি দায় পরিশোধের নির্দেশ দিয়েছে। এই নির্দেশনার ফলে ব্যাংকগুলো বেশি দামে ডলার কিনতে বাধ্য হচ্ছে। প্রতিযোগিতামূলক এই পরিস্থিতিতে বেশি প্রবাসী আয় দেশে আসছে।


চলতি মাসের প্রথম ২১ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। ফলে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে। তবে আইএমএফ-এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, তা ১৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। আর ব্যয়যোগ্য রিজার্ভ প্রায় ১৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা আইএমএফের নির্ধারিত ১৫ দশমিক ৩২ বিলিয়নের সামান্য নিচে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ব্যাংকগুলোর ডলারের সর্বোচ্চ দর এখন ১২০ টাকা, যা গত জুনে ছিল ১১৮ টাকা এবং ২০২৩ সালের ডিসেম্বরে ছিল ১১০ টাকা। এক বছরের ব্যবধানে ডলারের ঘোষিত মূল্য বেড়েছে ১০ টাকা। তবে বাজারের বাস্তবতা অনুযায়ী এই বৃদ্ধি ১৮ টাকা।


একটি বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহী জানান, এক্সচেঞ্জ কোম্পানিগুলো ১২৪ থেকে ১২৫ টাকা ৬০ পয়সায় ডলার কিনছে। তাদের কাছ থেকে বেশি দামে ডলার কিনতে বাধ্য হচ্ছে ব্যাংকগুলো। আমদানি দায় পরিশোধ, তেল ও রাসায়নিক সারসহ রমজানের পণ্য আমদানির জন্য ডলারের চাহিদা বেড়েছে।


রাজধানীর পল্টনের একটি এক্সচেঞ্জ হাউজের কর্মী জানান, খোলাবাজারে প্রতি ডলার ১২৬-১২৮ টাকায় কেনা হচ্ছে এবং ১২৯ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র ১০ দিন আগে খোলাবাজারে ১২৩-১২৪ টাকায় ডলারের লেনদেন হয়েছে। ডিসেম্বর মাসে অনেকেই বিদেশ ভ্রমণ করতে যাওয়ায় অতিরিক্ত চাহিদা দেখা দিয়েছে।


খোলাবাজারে রোববার ডলারের ঘোষিত মূল্য ছিল ১২০-১২১ টাকা, যা গত জুনে ছিল ১১৯-১২০ টাকা এবং ২০২২ সালের ডিসেম্বরে ছিল ১১২-১১৩ টাকা। এ হিসাবে এক বছরে ডলারের দাম বেড়েছে প্রায় ৮ টাকা, তবে বাস্তবতায় তা বেড়েছে ১৬ টাকা।

২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন