অন্তর্বর্তীকালীন সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.৫০ টাকা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ টাকা, এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে। এছাড়া, প্রতি লিটার কেরোসিনের দাম ১০৬.৭৫ টাকা থেকে কমিয়ে ১০৫.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) দুপুর ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন
রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, আজ রাত ১২টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যেই জারি করেছে।জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ডিজেলের দাম ১০৬.৭৫ টাকা থেকে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.৫০ টাকা করা হয়েছে, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
অকটেন ও পেট্রোলের দাম ৬ টাকা এবং ডিজেলের দাম মাত্র ১.২৫ টাকা কমানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে উপদেষ্টা বলেন, “অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে, অকটেন ও পেট্রলের দাম ৬ টাকা কমালেন, কিন্তু ডিজেলের দাম মাত্র ১.২৫ টাকা কমালেন কেন? এর কারণ হলো, অকটেন ও পেট্রলের ব্যবহারকারী সংখ্যা কম, তাই এই দাম কমালে এর প্রভাবও কম হয়। তবে ডিজেলের দাম কমানোর জন্য অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ভবিষ্যতে জ্বালানি মূল্য স্থিতিশীল থাকলে আমরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রকিউরমেন্ট প্রাইস কমিয়ে ডিজেলের দাম আরও কমানোর চেষ্টা করবো।”
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫