সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এটি এক মাসে প্রাপ্ত রেমিট্যান্সের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এপ্রিল মাসে প্রতিদিন গড়ে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে প্রবাহিত হয়েছে।
এর আগে, গত মার্চ মাসে ৩২৮ কোটি
৯৯ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেকর্ড। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত বছরের এপ্রিল মাসে দেশে ২০৪ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। ফলে, এবারের এপ্রিলে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪.৬০ শতাংশ বেড়েছে।
এছাড়া, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৩ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮.৩০ শতাংশ বেশি।
১ দিন আগে সোমবার, মে ৫, ২০২৫