Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল তিন দিন

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৩ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। এর আগে শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর।


শিক্ষার্থীদের ৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।


রোববার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত যেকোনো জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।


দেশের সকল উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের College Login প্যানেলের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন