Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো টিকটক

ডেস্ক রিপোর্ট:
২০ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক অ্যাপের কার্যক্রম যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেছে। এখন দেশটির অ্যাপল এবং গুগল অ্যাপ স্টোরেও এটি আর পাওয়া যাচ্ছে না। রোববার (১৯ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘণ্টা আগে থেকেই টিকটক অ্যাপটি কাজ করা বন্ধ করে দিয়েছে। ফলে মার্কিন ব্যবহারকারীরা

আর টিকটকে প্রবেশ করতে পারছেন না।


অ্যাপে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তায় দেখানো হচ্ছে, “টিকটকে একটি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর অর্থ, এখন থেকে আপনারা টিকটক ব্যবহার করতে পারবেন না।”


এ বিষয়ে টিকটক জানিয়েছে, “আমরা আশা করি প্রেসিডেন্ট ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী, তিনি দায়িত্ব নেওয়ার পর টিকটক পুনরায় চালুর বিষয়ে আমাদের সঙ্গে কাজ করবেন।”


এর আগে, শুক্রবার টিকটকের এক বিবৃতিতে বলা হয়েছিল, যদি জো বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলায়, তাহলে রোববার থেকে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাবে।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। তবে চীনভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে টিকটকের সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা।


মার্কিন প্রশাসনের আশঙ্কা, টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন নাগরিকদের তথ্যের অপব্যবহার বা গুপ্তচরবৃত্তি করতে পারে। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে চীন।

২০ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন