অবরুদ্ধ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়েফা।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, খান ইউনিসের পশ্চিমে ইসরাইলি হামলায় কত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তার হিসেব নেই।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস শহরে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি
রোববার গাজার আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। অনবরত বিমান হামলা চালিয়েই যাচ্ছে ইসরাইলি বাহিনী।
ওয়েফা জানিয়েছে, মধ্য গাজায় সারারাত বোমা হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এই হামলায় ডজনখানেকের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫