Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২১,০০০ ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাইয়ের মতে, শুধু তুরস্কে নিহতের সংখ্যা কমপক্ষে ১৭,৬৭৪। ওদিকে সিরিয়ায় নিহতের বাস্তব সংখ্যা পাওয়া যাচ্ছে না। তবে জানা গেছে সেখানে নিহতের সংখ্যা কমপক্ষে ৩৩৭৭। এ অবস্থায় তীব্র ঠাণ্ডায় পেরিয়ে গেছে চারদিন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদেরকে জীবিত উদ্ধারের

সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। এরই মধ্যে ভূমিকম্পের ৯৬ ঘন্টা পরে ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশ দুটিতে বিরাজ করছে হাহাকার। চারদিকে ক্ষুধার্ত মানুষ।

তাদের দেখা দিয়েছে গরম কাপড়ের সংকট। খাদ্যের সংকট। ভয়াবহ ঠাণ্ডায় তারা অস্থায়ী আশ্রয়শিবিরে অবস্থান করছেন। এ অবস্থায় ত্রাণ ও পুনর্গঠন সহযোগিতা হিসেবে তুরস্ককে ১৭৮ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। তুরস্ক ও সিরিয়াকে আরও অর্থ সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ।

৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন