দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন। বিমানটিতে মোট ১৮১ জন আরোহী ছিলেন। এ ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আজ রবিবার দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বার্তাসংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, জিজু এয়ারের ওই ফ্লাইটে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। বিমানটি থাইল্যান্ডের
রাজধানী ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ায় ফিরছিল। অবতরণের সময় এটি রানওয়েতে বিধ্বস্ত হয়।দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি কাজ করছে।
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫