Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

মোদির গ্যারান্টির কোনো ভরসা নেই, মোদির গ্যারান্টি গ্যারান্টিই নয়: মমতা

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতাদের বিতর্কসভায় আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

শুক্রবার আলিপুর দুয়ারের কালচিনির নির্বাচনি সভায় এক ভাষণে তিনি বলেন, মোদি-শাহদের মুখোমুখি বিতর্কসভায় মুখোমুখি বসার আহ্বান জানাই। বসো দেখি! কে মিথ্যা কথা বলছে প্রমাণ হয়ে যাবে।

মমতা বললেন, ভিক্ষা চাইলে আমি জনতার থেকে

চাইব। দিল্লির কাছে হাত পাতব না। কারণ মোদির গ্যারান্টির কোনো ভরসা নেই। মোদির গ্যারান্টি গ্যারান্টিই নয়।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার গ্যারান্টির ফারাক বোঝাতে বন্ধ চা বাগান খোলার পরিসংখ্যান তুলে ধরে মমতা বলেন, মোদি পাঁচটা চা বাগান খুলবে বলেছিল, দুটোও খুলতে পারেনি। আমার সরকার ৫৯টা চা বাগান বানিয়েছে। এবার আপনারই বলুন, কার গ্যারান্টিতে ভরসা রাখবেন।

মমতা বলেন, ভোটের বুথে জুলুম করলে, অত্যাচার করলে, মা-বোনেদের বসিয়ে দেবেন। ওরা রান্না করে, বাড়ির কাজ করে, সব পারবে।

বিজেপির ‘এই বার ৪০০ পার’ স্লোগানকে কটাক্ষ করে মমতা বললেন, ‘৪০০ পার কেন? বল ৪২০ পার করো। তবে না কেন্দ্রে ৪২০-র সরকার তৈরি হবে।

৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন