‘সাধারণত আমার দ্বিতীয় মৌসুমে কিছু একটা জিতি আমি’ — মৌসুমের শুরুতেই এই কথা বলেছিলেন টটেনহ্যামের কোচ অ্যাঞ্জে পোস্তেকোগ্লু। তিনি তার লক্ষ্যের খুব কাছাকাছিও পৌঁছেছিলেন। লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে তার দল লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছিল। কিন্তু লিভারপুল সেই স্বপ্ন ভেঙে দিল। দ্বিতীয় লেগে ৪-০ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল।
ম্যাচের
শুরুতেই লিভারপুলের একটি গোল করা বল জালে ঢুকলেও গোলটি গণনা হয়নি। এরপর তাদের তিনটি শট পোস্টে লেগে ফিরে এলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতেই ছিল। কোডি গাকপো, মোহামেদ সালাহ, দমিনিক সোবোসলাই এবং ভার্জিল ফন ডাইকের গোলে লিভারপুল তাদের একাদশতম লিগ কাপ ফাইনালে উত্তীর্ণ হয়েছে।প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতে কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল টটেনহ্যাম। কিন্তু ফিরতি লেগে তাদের পুরো সময় কেটেছে শুধু রক্ষণাত্মক খেলায়। ম্যাচে তারা মাত্র পাঁচটি শট নিতে পেরেছে, যার একটিও গোলপোস্টে লাগেনি। অন্যদিকে, লিভারপুল ২৬টি শট নেয়, যার মধ্যে ১০টি সরাসরি গোলমুখে আঘাত করেছে।
শুরু থেকেই লিভারপুল মাঠে একচেটিয়া দাপট দেখিয়েছে। ৩৪তম মিনিটে ডান দিক থেকে সালাহর ক্রসে প্রথম ছোঁয়ায় গোল করে দলকে এগিয়ে নেন গাকপো।
বিরতির পর লিভারপুল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৪৯তম মিনিটে দারউইন নুনেজকে ফাউল করে টটেনহ্যামের গোলরক্ষক পেনাল্টি দিলে সালাহ সেটি থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান। এরপর একের পর এক আক্রমণ চালালেও পোস্টের বাধায় আরও গোল করা সম্ভব হয়নি।
অবশেষে ৭৫তম মিনিটে ব্র্যাডলির পাস থেকে সোবোসলাই তৃতীয় গোল করেন। এর মাত্র তিন মিনিট পর, ৭৮তম মিনিটে কর্নার কিক থেকে ফন ডাইকের হেডে চতুর্থ গোলটি আসে এবং লিভারপুলের বড় জয় নিশ্চিত হয়।
আগামী ১৬ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ হবে নিউক্যাসল ইউনাইটেড। নিউক্যাসল দুই লেগে আর্সেনালকে হারিয়ে ফাইনালে উঠেছে।
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫