Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

সরকারের অনুমতি ছাড়া ভারতে খেলতে যাবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের আয়োজনে হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে নিরাপত্তার কথা উল্লেখ করে পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে যেতে অস্বীকৃতি জানায় ভারত। পরে একটি ‘হাইব্রিড মডেল’ উত্থাপন করে পাকিস্তান। মডেল অনুযায়ী, ভারত ছাড়া বাকি দলগুলো একটি করে ম্যাচ পাকিস্তানে খেলবে। আর ভারতের ম্যাচসহ অন্য ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবে পুরো টুর্নামেন্টটিই

নিরপেক্ষ ভেন্যুতে চায় ভারত।

আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে পাকিস্তান হুমকি দিয়ে রেখেছে, ভারত ‘হাইব্রিড মডেল’ না মানলে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বর্জন করবে দেশটি।

টুর্নামেন্টে অংশগ্রহণ করা নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে যখন চরম উত্তেজনা চলছে, এমন সময়ে পাকিস্তান সফর করছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কথা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির কর্মকর্তাদের মধ্যে। সেখানে পিসিবি সভাপতি নাজাম শেঠি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সরকার অনুমতি দিলেই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান।

পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যাওয়ার কারণ হিসেবে ভারত বলেছিল, সরকার থেকে অনুমতি না পাওয়ার কথা। এবার পাকিস্তানও ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ব্যাপারে সিদ্ধান্তের জন্য সরকারের অনুমতির কথাই বলল।

২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন