ফেবারিট স্পেনকে পেনাল্টি শুটআউটে হারিয়ে শেষ আটে জায়গা করে নিল মরক্কো।ম্যাচটির নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য স্কোরলাইনে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-০ গোলে জিতেছে মরক্কো। এর আগে একবারই বিশ্বকাপের নকআউট পর্বে খেলেছিল মরক্কো। ১৯৮৬ আসরে শেষ ষোলোয় জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরেছিল উত্তর আফ্রিকার দেশটি।
কাতার বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য
অন্যদিকে মরক্কো কঠিন গ্রুপ থেকে নকআউটে কোয়ালিফাই করে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে মরক্কো। দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে ২-০ গোলে আর শেষ ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করে।
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫