টি-টোয়েন্টি থেকে বিদায় জানানোর সময় দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সেই ইচ্ছা পূরণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সাকিবকে দেশে না আসার পরামর্শ দেওয়া হয়। ফলে মাঝপথেই থেমে যায় তার টেস্ট ক্যারিয়ার।
এবার আলোচনায় সাকিবের ওয়ানডে অধ্যায়। সাকিব বহুবার বলেছেন
যে তিনি দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের শেষ ম্যাচ খেলতে চান। কিন্তু সেটাও এখন শঙ্কার মুখে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের কেবল একটি ওয়ানডে সিরিজ বাকি, সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে শোনা যাচ্ছে, সেই সিরিজের দলে নেই সাকিবের নাম।যদি সত্যিই সাকিব দলে না থাকেন, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনাও অনেকটাই কমে যাবে। অর্থাৎ সাকিবের ইচ্ছার বাইরে বিসিবিই হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ফুলস্টপ টেনে দেবে।
বিসিবি সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য যে ওয়ানডে দল ঘোষণা করা হবে, তা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। সেই দলে সাকিবের নাম নেই। বোর্ড থেকেই নাকি সাকিবকে দলে না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায়, সাকিবের মতো একজন খেলোয়াড় দলে জায়গা না পাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।
কেন সাকিবকে দলে রাখা হয়নি? এই প্রশ্নের উত্তরে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার জন্য সাকিব কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে। তবে বিসিবি সেই শর্ত মানেনি, তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে।
বর্তমানে সাকিব আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন। এরপর তাকে আরও কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যেতে পারে। তবে বিপিএলে তাকে খেলার বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। যদি সাকিব বিপিএলে না খেলেন, তাহলে দেশের মাটিতে তার খেলা দেখার ভক্তদের শেষ ইচ্ছাও অপূর্ণ থেকে যেতে পারে।
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫