সুপারিশ করা সহজ, কিন্তু বাস্তবায়ন করা কঠিন—এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি আজ রোববার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ‘আরএফইডি-টক’ অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে হলে অক্টোবরের মধ্যেই সব কাজ সম্পন্ন করতে হবে। তিনি আরও জানান, যদি পার্লামেন্টের
স্থায়ী কমিটির কাছে নির্বাচন কমিশনের কোনো কাজ চলে যায়, তাহলে ইসির স্বাধীনতা কমে যাবে। তাই স্থায়ী কমিটির ওপর নির্ভরশীল হতে চান না তিনি এবং এই সংক্রান্ত সুপারিশ বাতিল করার কথা জানান। ইসির হাতে ভোটার হালনাগাদ এবং সীমানা নির্ধারণের কাজ থাকলেও, অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, বলেও মন্তব্য করেন তিনি।বর্তমান নির্বাচনী সংস্কার কর্মসূচির মধ্যে সীমানা পুনর্নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ডিসেম্বরে ভোট আয়োজন করতে হলে অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে এবং ওই সময়ের মধ্যে আইনগত সব পরিবর্তন ও সংস্কার কাজ সম্পন্ন করতে হবে।
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, সুপারিশ করা সহজ হলেও সেগুলোর বাস্তবায়ন কঠিন। সীমানা নির্ধারণে ইসির হস্তক্ষেপের বিরুদ্ধে সুপারিশের বিষয়ে দ্বিমত প্রকাশ করে তিনি বলেন, এই কাজটি ইসির এখতিয়ার।
বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, আগামী সংসদ নির্বাচন কবে হবে, তা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্ধারণ হবে। তিনি ধারণা দেন, এক থেকে দেড় বছরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
এছাড়া গত ১৪ জানুয়ারি বিএনপি জানায়, তারা আগামী জুলাই-আগস্টে সংসদ নির্বাচন চায়। পরবর্তীতে ২৩ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) সদস্য আব্দুর রহমানেল মাছউদ পটুয়াখালীতে বলেন, ভোটার তালিকা হালনাগাদ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম কীভাবে আরও সুষ্ঠু এবং দ্রুত করা যায়, সেই বিষয়ে কাজ চলছে। তিনি আশা করেন, প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে বা ২০২৬ সালের জানুয়ারিতে ভোট অনুষ্ঠিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকবে।
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫